বুধবারে এইচএসসির ফলাফল প্রকাশ!

করোনা মহামারির কারণে কোনো পরীক্ষা ছাড়াই এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সংসদে উত্থাপন করা তিনটি বিল আগামী রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে। যার ফলে পরবর্তী তিন দিনের মাঝেই ঘোষিত হতে পারে বহু আকাঙ্খার এই ফলাফল।

শনিবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয় রোববারের জন্য যে কার্যসূচী প্রকাশ করেছে সেখানে এই তিনটি বিল পাশ করার সূচী রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, সংসদে উত্থাপন করেন।

সূত্র জানায়, সংসদে এই বিল পাশ হলে ফলাফল প্রকাশে আর কোনো বাঁধা থাকবে না। পরবর্তী তিন দিনের মাঝে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। সেই মোতাবেক রোববারে যদি সংসদে এই বিল পাশ হয় তবে বুধবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর