দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুনামগঞ্জের প্রথম অনলাইন পত্রিকা দক্ষিণ সুনামগঞ্জ ২৪ ডটকমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির হলরুমে পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ ২৪ ডটকমের বার্তা সম্পাদক ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সামিউল কবির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, বিটিভির সুনামগঞ্জ প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার জন্টু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগের সভাপতি শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ বোরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শিক্ষক ফয়সল আহমদ প্রমুখ।

আলোচনা সভার পরবর্তীতে পত্রিকার সাথে সংশ্লিষ্টদের মাঝে ক্রেস্ট বিতরণ, নতুন প্রতিনিধিদের কার্ড প্রদান, অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর