মাথাগোঁজার ঠাঁই পেলেন ফটিকছড়ির গৃহহীন ৭০ পরিবার

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬’শ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার। ইতোমধ্যে প্রথম ধাপে মাথাগোঁজার ঠাঁই পেলেন ৭০টি গৃহহীন পরিবার।

২৩ জানুয়ারী (শনিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী গৃহগুলোর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এ যুক্ত হন বাংলাদেশ তরিকত ফেডারেশন এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়াম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা।

উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল)শাহাদাত হোসেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর সভার মেয়র মোঃ সিরাজ উদ দৌলা, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম, ভূজপুর থানার ওসি শেখ আবুদুল্লাহ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ রাজনীতিবিদ ও উপকারভোগীরা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সার্বিক বিষয় তুলে ধরেন ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা রির্সোস সেন্টরের কর্মকর্তা হোসাইন মোঃ এমরান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর