কালকিনিতে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ৩৫ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাদারীপুরের কালকিনি উপজেলার ৩৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি ও বাসগৃহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে বাসগৃহের কবুলিয়াত দলিল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইফুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, কালকিনি থানার ওসি নাছির উদ্দিন মৃধা ও ডাসার থানার ওসি হাসানুজ্জামান।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর