আপিল করেও কপাল খুললো না মেসির

গত রোববার রাতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে হারে বার্সেলোনা। সেই ম্যাচে বিলবাওয়ের খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শেষের দিকে এসে মেজাজ হারিয়ে বসেন মেসি। বিলবাওয়ের স্ট্রাইকার আসিয়ের ভিলালিব্রেকে আঘাত করেন তিনি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

এদিকে লাল কার্ডের পর শাস্তি পেয়েছেন মেসি। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সা দলপতি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন কমিটির (আরএফইএফ) দেওয়া এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিল বার্সা কর্তৃপক্ষ।

তবে তাতে কপাল খুলেনি মেসির। বার্সার দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি। দুই ম্যাচের জন্যই নিষিদ্ধ থাকছেন মেসি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর