মাদারীপুরে গৃহহীন ১৪৬টি পরিবার পেলো নতুন ঘর

মুজিববর্ষ উপলক্ষে একজন মানুষ গৃহহীন থাকবে না প্রকল্পের মাধ্যমে মাদারীপুর জেলায় ৯ শ’ ৮৮টি ঘর বরাদ্দ হয়েছে। এরমধ্যে আজ (২৩ জানুয়ারি) ২ শতাংশ জমিসহ মাদারীপুর সদর উপজেলায় ২৫টি, শিবচর ৫৮টি, কালকিনি ৩৫টি ও রাজৈরে ২৮টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের মধ্যে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধনের পর তাদের হাতে চাবি তুলে দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান (কালু) খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো.খালিদ হোসেন ইয়াদ প্রমূখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর