উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে চট্টগ্রামে টাইগাররা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে টাইগাররা। এবার উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার পালা। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা।

আজ বিশ্রাম নিয়ে আগামীকাল অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এরপর ২৫ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

ওয়ানডে সিরিজ শেষে উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে দুইদল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর