তিন টাইগার তারকার প্রশংসায় পঞ্চমুখ পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা।

আগামী ২৫ জানুয়ারি ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল। এদিকে দলের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজদের প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, ‘যদি আমাকে পারফরম্যান্সের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলব সাকিব, মিরাজ ওরা ভালো বোলিং করেছে। তাদের বোলিং-ফিল্ডিংয়ে আমি খুশি।

ব্যাটিংয়ে তামিম ধারাবাহিকতায় এসেছে। সাকিব অনেক দিন পর মাঠে নেমেছে। তার ছন্দে ফিরতে কতদিন লাগবে তা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। ওর সময় লাগছে না। খুব দ্রুতই ফর্মে ফিরে এসেছে। এছাড়াও অন্য যারা আছে তাদের নিয়ে আমরা আশাবাদী।’

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর