নতুন করে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৩১

চলতি ২০২১ সালের প্রথম ২২ দিনে ৩১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন ২৩ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মো. শামছুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশার কারণে ডেঙ্গু জ্বরে দেশের বিভিন্ন হাসপাতালে এখন ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় আছে ৫ জন ও ঢাকার বাইরে আছেন ৩ জন।

সরকারি প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চিকিৎসা শেষে ২৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টার আগ পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর