বান্দরবানে পর্যটকবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ

বান্দরবান জেলা সদরের বাস স্টেশন এলাকায় ট্রাক ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন- আনোয়ার, সামিয়া, নিয়াজ, মেহেদী, মাসুদ ও ওমর ফারুক।তারা সবাই চট্টগ্রামের হালিশহর থেকে বান্দরবান বেড়াতে এসেছিল।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বান্দরবান শহরে প্রবেশের সময় বাসস্টেশন এলাকায় পাথরবাহী একটি ট্রাকের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মাইক্রোবাসটিতে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এ সময় দমকলকর্মীরা ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আগুন নেভায়।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর