প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর নির্মাণে বাঁধা, আটক ১

নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগে বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশ প্রাপ্ত বাবুল হোসেন উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় গ্রামের মকবুল হোসেনের ছেল।

জানা যায়, উপজেলায় গৃহহীন ব্যক্তিদের জন্য ১৪১টি ঘর নির্মাণ করছে সরকার। প্রায় সকল ইউনিয়নে নির্মাণকাজ শেষ হলেও গোপালঝাড় এলাকায় শেষ হয়নি। সেখানে নির্মাণকাজে বাঁধা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। অভিযুক্ত বাবুল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের জেল দেন।

এ বিষয়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাবুল নামে এক ব্যক্তির ১৫দিনের জেল প্রদান করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর