আফ্রিকায় করোনায় মারা গেলেন বাঁশখালীর হোসাইন

আফ্রিকার মোজাম্বিকে মানিকা প্রভিন্সয়া সিমুইতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ হোসাইন (৩২)। তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬০ নং পাড়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র।

শুক্রবার (২২জানুয়ারি) মোজাম্বিকের স্থানীয় সময় সকাল ৭ টার সময় হঠাৎ কাশি বেড়ে গেলে নিজ বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, হোসাইন ১৫-২০ দিন আগে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ্য হওয়ার পর সর্দি কাশি অনুভব করেন। তার রুমমেটরা তাকে করোনা টেষ্ট দেওয়ার জন্য অনুরোধ করলেও সে কর্ণপাত করেনি। মোহাম্মদ হোসাইন ২০১৪ সালে জীবিকার তাগিদে মা-বাবার মুখে হাসি ফুটাতে মোজাম্বিক পাড়ি জমান।

মোজাম্বিক প্রবাসী মুজিবুর রহমান মুঠোফোনে বার্তা বাজারকে বলেন, মোজাম্বিকে এক সপ্তাহের মধ্যে করোনায় তিনজন বাংলাদেশি মারা গেছে এবং তিনজনের দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। মোজাম্বিকে করোনায় আক্রান্তের হার এবং মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। যার কারণে মোজাম্বিক প্রবাসীরা আতংকের মধ্যে দিনযাপন করছেন।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হোসাইনের পরিবারের চলছে শোকের মাতম। তার নিজ গ্রাম ছনুয়া ইউনিয়নের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর