ভারতের সিরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে নিহত ৫

ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির শহর পুনের মাঞ্জরি এলাকায় অবস্থিত এই ইনস্টিটিউটের টার্মিনাল-১ ফটকের কাছে একটি ভবনে এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পরপরই অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তারই মধ্যে মারা যান ৫ জন। এছাড়া আহত অনবেককেই উদ্ধার করা হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, তিনি ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

এ বিহশয়ে ইন্ডিয়া টিভি তাদের এক খবরে বলে, সিরামের একটি প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই প্লান্টটি কোভিশিল্ডের একটি উৎপাদন ইউনিটের কাছেই অবস্থিত। যেখানে আগুন লেগেছে সেখানে বিসিসজির টিকা উৎপাদন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর