উয়েফার বর্ষসেরা একাদশে মেসি-নেইমার-রোনালদো

আন্তর্জাতিক ও ক্লাব পারফরম্যান্সের ওপর ভিত্তিতে ৫০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল উয়েফা। সেখান থেকে প্রায় ৬ মিলিয়ন দর্শক ভোট দিয়ে সেরা একাদশ বেছে নিয়েছে।

একাদশে জায়গা পেয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এছাড়াও আছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

একাদশে প্রথমবারের মত জায়গা পেয়েছেন বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকা জশুয়া কিমিচ, আলফনসো ডেভিস এবং থিয়াগো আলকান্তারা।

এছাড়াও একাদশে আছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক। একাদশে গোলরক্ষক হিসেবে আছেন বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর