ওষুধ কোম্পানি সানোফির মালিকানা কিনে নিল বেক্সিমকো

জনপ্রিয় ফরাসি ওষুধ কোম্পানি সানোফি-অ্যাভেন্টিজের বাংলাদেশ শাখার মালিকানা কিনে নিয়েছে দেশের কেমিক্যাল সেক্টরের অন্যতম কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

লন্ড স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এক নিলামে সানোফির ৫৫ শতাংশ শেয়ার কিনে নেয় বেক্সিমকো লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ ও নাসডাক।

ফরাসি কোম্পানি সানোফি ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানিটির ৪৫ দশমিক ৩৬ শতাংশের মালিক বাংলাদেশ দেশ সরকার। সানোফি বাংলাদেশ থেকে দ্বিতীয় কোম্পানী হিসাবে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এর আগে নিয়েছিল গ্লাক্সোস্মিথক্লাইন।

২০২০ সালের ১৪ অক্টোবর কোম্পানিটির কান্ট্রি চেয়ার ও ম্যানেজিং ডিরেক্টর তাদের সকল কর্মীকে ঘোষণা দেন ২০২১ সালের মার্চের মধ্যেই অন্য একটি কোম্পানিকে তাদের ৫৫ শতাংশ শেয়ার দিয়ে দিতে যাচ্ছেন। আর সেটাই হল বেক্সিমকো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর