বাগদাদে আত্মঘাতী বোমায় নিহত ২৮

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এত মারা গেছেন ২৮ জন নিরীহ নাগরিক। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শহরটির একটি বাজারে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এপি জানায়, শহরের বাব আল সারকি বাজারে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই হামলা চালানো হয়। নির্বাচন নিয়ে দেশটিতে উত্তেজনা তুঙ্গে থাকার সময় এই হামলার ঘটনা খুবই পরিকল্পিত বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির সেনাবাহিনী দাবি করছে হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল সুত্রে পাওয়া খবরে মরদেহের সংখ্যা বহুগুনে বেশি বলে জানা গেছে।

২০১৮ সালের পর বাগদাদে এটিই সবচেয়ে বড় আত্নঘাতী হামলার ঘটনা। ২০১৭ সালে দেশটির সরকার জঙ্গি গোষ্ঠি আইএসআইএসকে পরাজিত করেছে বলে ঘোষণা দেয়। তারপরেও জংগি গোষ্ঠীটি তাদের কার্যক্রম বিভিন এলাকায় চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনী জানায়, এই আত্মঘাতী হামলার সাথে আইএসআইএস’র ধরণের মিল পাওয়া যায়। তাদের যোগসূত্র থাকতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর