সবার আগে ভ্যাকসিন নিবেন অর্থমন্ত্রী

সবার আগে করোনার ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে।

ভারত থেকে সরকার যে ভ্যাকসিন আনছে সেটা নিবেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, সরকার যেটা আনছে সেটাই নেবো। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।

উল্লেখ্য, ভারত থেকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছেছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সেগুলো দেওয়া হবে বলে জনাইয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর