গ্যাস-সংযোগের কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে স্ট্যাম্পসহ চুক্তি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সদর উপজেলার সুহিলপুর কেন্দুবাড়ি বাজারে এ মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ আলী, হাবিবুর রহমান, সহিদ মিয়া ও রওশন আলী
প্রমূখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে বর্তমান সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ও বকুল হাজারী গং গ্রামের শতাধিক লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। স্ট্যাম্পে সই করে সংযোগ দেয়া হলেও কিছুদিন পর কর্তৃপক্ষ তাদের সংযোগ বিচ্ছন্ন করে দেয়। বৈধ গ্যাস সংযোগ পাবার আশায় জমি-জামা বিক্রী ও ধার দেনা করে চেয়ারম্যানের কথায় টাকা দেই।

বক্তারা তারা অবিলম্বে টাকা ফেরতসহ এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর