বগুড়ার শেরপুরে কোচের ধাক্কায় শ্রমিক নিহত

রাশেদুল হক,শেরপুর(বগুড়া)সংবাদদাতা: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা বাসষ্ট্যান্ড এলাকায় ১০ জুন সোমবার সকালে রাস্কার কাজ করার সময় বগুড়াগামী যাত্রীবাহি কোচের ধাক্কায় ঘটনাস্থলেই ফরিদ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

জানা যায়, শাজাহানপুর উপজেলার চকবেলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ফরিদ হোসেন শেরপুর উপজেলার ছোনকা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের কার্পেটিং এর কাজ করছিল। এসময় কাজের সুবিধার জন্য ফরিদ হোসেন রাস্তার এক পাশের্^ গাড়ি বন্ধ করে দেয়ার জন্য সিগন্যাল দেয়। বগুড়াগামী যাত্রীবাহি কোচ সিগন্যাল না মেনে ফরিদকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ছোনকা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় নিহত ফরিদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর