অভিষেকেই গুরবাজের রেকর্ড, রশিদের তাণ্ডবে বড় স্কোর আফগানদের

আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ২৮৭ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ২৮৮ রান।

এই ম্যাচ দিয়ে অভিষেক হয় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরই ফলে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।

দ্বিতীয় কমবয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন গুরবাজ। ১২৭ বলে ৮ চার ও ৯ ছয়ে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ১২৭ রানের ইনিংসটি ওয়ানডে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

তবে ওয়ানডে অভিষেকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের করেছেন গুরবাজ। গুরবাজের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়েছে আফগানরা।

তবে শেষের দিকে ২৭ বলে হাফসেঞ্চুরি করেন রশিদ খান। ৩০ বলে ২ চার ও ৫ ছয়ে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর