রাজস্থান রয়্যালসে নাম লেখালেন সাঙ্গাকারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে নতুন এক ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে। রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেয়েছেন তিনি।

আইপিএলে কিংস ইলেভেন, ডেকান চার্জার্সদের হয়ে খেলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সাঙ্গাকারা। এবার আইপিএলে নতুন অধ্যায় শুরু হচ্ছে তার। এর আগেও বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সাঙ্গাকারা। এবার তাকে দেখা যাবে আইপিএলে।

এদিকে রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক স্টিভ স্মিথসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। স্মিথ ছাড়াও টম কারান, বরুণ অ্যারন, ওশান থমাস, শশাঙ্ক সিং, অঙ্কিত রাজপুত, আকাশ সিং ও অনিরুদ্ধ যোশিকে ছেড়ে দিয়েছে তারা।

আইপিএলের ১৩তম আসরে ৩১৩ রান করেছিলেন স্মিথ। তার পারফরম্যান্স ও নেতৃত্ব কোনোটিই রাজস্থান ফ্রাঞ্চাইজিকে খুশি করতে পারেনি। যার ফলে তাকে ছেড়ে দিয়েছে তারা।

একই সঙ্গে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজস্থান। আইপিএলের এবারের আসরে রাজস্থানকে নেতৃত্ব দিবেন সঞ্জু স্যামসন। যিনি গত আসরে ব্যাট হাতে ৩৭৫ রান করেছিলেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর