ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

বুধবার রাতে ইতালিয়ান সুপারকাপের ফাইনালে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে জুভেন্টাস। জুভেন্টাসের শিরোপা জয়ের ম্যাচে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৬৪ মিনিটে নাপোলির জালে বল পাঠিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। অস্ট্রিয়ান চেক স্ট্রাইকার জোসেফ বিকানকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো।

ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত ৭৬০ গোল করেছেন রোনালদো। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ৭৫৯ গোল করেছিলেন অস্ট্রিয়ান চেক স্ট্রাইকার জোসেফ বিকান।

রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, জুভেন্টাসের হয়ে ৮৫টি, স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি এবং পর্তুগালের জার্সিতে ১০২টি গোল করেছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর