পি কে হালদারের সহযোগী সুকুমার ও তার মেয়ে গ্রেপ্তার

পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে, জিজ্ঞাসাবাদের জন্য সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে ডাকা হয়। তাদের উত্তরে গুরত্বপূর্ণ তথ্যের খোঁজ পাওয়ায় তাদেরকে দুপুরে গ্রেপ্তার করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে, পি কে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতাও রয়েছেন। পরে অভিযুক্ত ৬২ জনের ব্যাংক একাউন্টও জব্দ করে দুদক।

উল্লেখ্য, দেশের আর্থিক খাতকে কলঙ্কিত করেছে এই পিকে হালদার। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে লিজিং কোম্পানি থেকে ৩ হাজার ৫শ’কোটি টাকা সরিয়েছেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন প্রায় ১০ হাজার কোটি টাকা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর