৯৯৯-এ ফোন করে যৌনপল্লী থেকে রক্ষা পেল ১৪ তরুণী

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারের শিকার হওয়া ১৪ তরুণী ৯৯৯ নাম্বারে ফোন করে উদ্ধার হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক তরুণী ফোন করে জানান, তিনি দৌলতদিয়া যৌনপল্লী থেকে বলছেন। তাকে ওইখানে আটকে রাখা হয়েছে। তাকে উদ্ধারের আকুতি জানান। যে তরুণী ফোন করেছিলেন তিনি ছাড়াও একটি তালাবদ্ধ ঘর থেকে আরও ১৩ তরুণীকে উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, ডি আই ও -১ মো. সাইদুজ্জামান।

এ বিষয়ে জরুরি সেবার ইনস্পেকটর আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কল করা ব্যক্তির সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তরুণীদের উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর