প্রথম দিন ভ্যাকসিন পাবেন ২৫ ফ্রন্টলাইনার

দেশে প্রথমবারের মত করোনা ভ্যাক্সিন দেওয়ার প্রথম দিনে ২৫ ফ্রন্টলাইনারকে দেওয়া হবে টিকা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হবে এই কার্যক্রম। ভ্যাক্সিন উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিবেন।

বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান এক প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের বাইরে কোনো টিকাদান কেন্দ্র হবে না। কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে। এ বিষয়ে প্রতিদিন বুলেটিন প্রচার করা হবে।

সচিব আরও জানান, প্রতি টিমে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। রাখা হবে ফলোআপে।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর