আইপিএলের দলগুলো যাদের ছেড়ে দিল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে রিটেইন খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে ৮ ফ্রাঞ্চাইজি। অনেক তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দলগুলো।

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম থেকে স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিসের মতো ক্রিকেটারদের কেনার সুযোগ রয়েছে দলগুলো।

আইপিএলের দলগুলো কাদের ছেড়ে দিয়েছে একনজরে তালিকাটি দেখে নিন-

মুম্বাই ইন্ডিয়ান্স: লাসিথ মালিঙ্গা, নাথান কোল্টার নাইল, জেমস প্যাটিনসন, শেরফানে রাদারফোর্ড, মিচেল ম্যাকক্লেনেঘান, প্রিন্স বালওয়ান্ট রায়, দিগ্বিজয় দেশমুখ।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, হরভজন সিং, কেদার যাদব, মনু সিং, পিযুষ চাওলা, মুরালি বিজয়।

সানরাইজার্স হায়দ্রাবাদ: সঞ্জয় যাদব, ফ্যাবিয়ান অ্যালেন, বি সন্দীপ, বিলি স্টেইনলেক, ইয়ারা পৃথ্বীরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, মঈন আলী, উমেশ যাদব, পবন নেগি, ইসুরু উদানা, ডেল স্টেইন, শিভাম দুবে, গুরকিরাত সিং মান, পার্থিব প্যাটেল।

দিল্লি ক্যাপিটালস: অ্যালেক্স ক্যারি, তুষার দেশপাণ্ডে, কিমো পল, সন্দীপ লামিচানে, মোহিত শর্মা।

কলকাতা নাইট রাইডার্স: ক্রিস গ্রিন, টম ব্যান্টন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, সিদ্ধেশ লাদ।

রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ, ওশানে থমাস, টম কারান, আকাশ সিং, বরুণ অ্যারন, অনিরুধা যোশি, অঙ্কিত রাজপুত, শশাঙ্ক সিং।

কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, শেল্ডন কটরেল, জিমি নিশাম, হার্ডাস ভিলজোয়েন, জগদ্বেশে সুচিথ, কৃষ্ণাপ্পা গোতম, করুণ নায়ার, তাজিন্দর সিং।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর