ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স গোণায় ধরেন না সাকিব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু টুর্নামেন্টটি ভালো কাটেনি সাকিবের।

জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে ১১০ রান করেছিলেন সাকিব। টুর্নামেন্টে তার সর্বোচ্চ রান ছিল ২৮। এ নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স গোণায় ধরেন না সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন সাকিব। অন্যদিকে ব্যাট হাতে ৪৯ বল খেলে ১৯ রান করেন তিনি। টাইগারদের জয়ের নায়ক সাকিব। ম্যাচসেরা হয়েছেন তিনি।

ম্যাচশেষে সাকিব বলেন, সত্যি বলতে আমি ব্যাটিংয়ের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স গোণায় ধরিনি। ড্রেসিং রুমের বাইরের মানুষ এসব পারফরম্যান্স নিয়ে ভাবে। আমি মনে করি আজকের ম্যাচের জয় আমাদের প্রশান্তি দিবে। পরের ম্যাচে আরও ভালো করতে হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর