আলফাডাঙ্গায় আগুনে পুড়লো ইমামের বসতঘর

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে মসজিদের এক ইমামের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে পৌরসভার কুসুমদি দক্ষিণ পাড়া মাসুদ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাসূত্রে জানা যায়, মাসুদ মোল্যা স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। অনেক কষ্ট করে অর্থোপার্জন করে বাড়িতে একটি দোতলা কাঠের ঘর দেন। কিন্তু বুধবার বিকালে হঠাৎ করে ঘরটিতে আগুনের শিখা দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কোন কারণ জানা যায়নি।

আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার ‘বার্তা বাজার’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর