আমি যা করতে এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে বলেন,আমি আন্দোলন মাত্র শুরু করেছি। আমেরিকাকে মহৎ করার জন্য আমার আন্দোলন অব্যাহত থাকবে। ট্রাম্প বলেন, ‘আমি যা করতে এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।’

গতকাল মঙ্গলবার (১৯ জানুয়রি) ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা প্রচার করা হয়। সেই ভিডিও বার্তায় ট্রাম্প একবারের জন্যও তাঁর নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি এবং কোনো অভিনন্দন জানাননি।

ট্রাম্প তাঁর বিদায়ী বার্তায় যুক্তরাষ্ট্রে দ্রুত করোনার টিকা নিয়ে আসার জন্য নিজের সাফল্যের কথা বলেন। যদিও আমেরিকায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

চার বছর আগে একজন বহিরাগত হিসেবে ওয়াশিংটনে এসেছিলেন ট্রাম্প। আগে ধারণ করা বিদায়ী বক্তৃতায় তিনি তাঁর সাফল্যের কথা তুলে ধরেন।

ট্রাম্প দাবি করেন, তিনি নিজে কঠিন লড়াই করেছেন। কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, জনগণ তাঁকে এসব করার জন্যই নির্বাচিত করেছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর