১০ বছরে জাপানে মুসলিম বেড়েছে দ্বিগুন

মুসলিম সংখ্যালঘিষ্ঠ দেশ হিসেবে জাপান বেশ পরিচিত। তবে এখন ক্রমেই বেড়ে ছেলে এই সংখ্যা। বিগত ১০ বছরে জাপানে উল্লেখযোগ্য হারে মুসলিম ধর্মালম্বীর সংখ্যা বেড়েছে। যার প্রায় দ্বিগুনেরও চেয়ে বেশি। একইহারে বেড়েছে দেশটিতে মসজিদের সংখ্যাও।

খবর দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, আগে দেশটিতে ১ লাখ ১০ হাজারের মত মুসলিম থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার। দেশটির সরকার সেখানে থাকা বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ায় বেড়েছে এই সংখ্যা।

জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির টানাডা হিরোফুমির এক জরিপ অনুযায়ী, ২০১০ সালে মুসলিমদের সংখ্যা ১ লাখ ১০ হাজার। ২০১৯ সালের শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩০ হাজার। এরই মাঝে ৫০ হাজারেরও বেশি মানুষ মুসলিম হয়েছে। দেশটিতে ১১০টিরও বেশি মসজিদ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর