পরিসংখ্যানে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

রাত পোহালেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

দুই দলের পরিসংখ্যান ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কথা বললেও সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। সিলেটের পর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচে ও সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে উইন্ডিজদের হারিয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত দুই দল ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টি ম্যাচে ও বাংলাদেশ জয় পেয়েছে ১৫টি ম্যাচে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। তিনি ২৬ ম্যাচে ৯৩৩ রান করেছেন। ১৯ ম্যাচে ৩০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন যথাক্রমে মাশরাফি বিন মর্তুজা ও ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর