মানিলন্ডারিং মামলা: ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

মানিলন্ডারিং মামলায় ফরিদপুর সদর উপজেলার দুই ইউপি চেয়ারম্যান কারাগারে গেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন ও ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, ২০২০ সালের ২৬শে জুন কাফরুল (ডিএমপি) থানায় গোয়েন্দা পুলিশ মানিল্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২), মামলা নং- ২৪ রুজু করে।

এই মামলায় রুবেল-বরকত, ফুয়াদ-লেভী, বিল্লাল-ফারহান, আনোয়ার হোসেন, নিশান মাহমুদ শামীমসহ বেশ কয়েকজন অভিযুক্ত কারাগারে রয়েছেন। এই মামলার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আসলে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে উভয় ব্যক্তি ৩ (তিন) মাসের আগাম জামিন নেন।

মঙ্গলবার পুণরায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর