কাজিপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের কাজিপুরের সীমান্তবাজার এলাকায় স্থানীয় লোকজনের দখলে রাখা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

সিরাজগঞ্জ জনপদ ও সড়ক (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহর থেকে কাজিপুর রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হবে। সে জন্য রাস্তার উভয় পাশ্বে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা স্থানীয়দের দখলে ছিলো। সেই অবৈধ স্থাপনা গুলো সরকারি জমি উদ্ধারের জন্যই উচ্ছেদ অভিযান চলছে।

এদিকে বাসতবাড়ি ও দোকান নির্মাণ করে থাকা অনেকেই অভিযোগ করে বলছেন মালামাল অনত্র নেয়ার কোন সুযোগ দেয়া হয়নি।

অপরদিকে সওজ বিভাগ অভিযোগ অস্বীকার করে বলছেন অবৈধ দখলকারিদের ইতিপুর্বে তাদের স্থাপনা ভেঙ্গে নেয়ার জন্য মাইকিং করাসহ নোটিশ প্রদান করা হয়েছে। কিন্ত অবৈধ বসবাসকারিরা তাদের স্থাপনা অপসারন না করায় অবশেষে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযান আরও একদিন চলবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর