আনোয়ারা ও কর্ণফুলীতে ৫ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন এবং প্রয়োজনীয় কাগজপত্রে নবায়ন না থাকায় ৫ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন’র নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্আনোয়ারা উপজেলার বটতলী ও কর্ণফুলী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম, শেখ মুজাহিদ উপস্থিত ছিলেন এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস বাহিনী অভিযানে সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি জানান, চট্টগ্রামের শাহ মোহছেন আউলিয়া ব্রিককে প্রয়োজনী কাগজপত্র না থাকায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কর্ণফুলী উপজেলার হাজী তৈয়ব ব্রিক, চিটাগাং ব্রিক,
মেসার্স জুলধা ম্যানুয়াল ব্রিক ও টিএনবি ব্রিক গুলোর প্রয়োজনীয় কাগজপত্রে নবায়ন না থাকায় এক লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর