বাগেরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলার চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা

বাগেরহাটে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা-২০২১ এর চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চুড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করে। এতে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নহয়।

তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত ইসলাম।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, বাগেরহাট শহরের দুটি স্কুলের বিতার্কিকরা তাদের নির্ধারিত বিষয়ের উপর যুক্তি তর্ক ভালভাবে উপস্থাপন করেছে। এই ক্ষুদে বিতার্কিকদের সামনে আরও ভাল করতে হবে। এই ক্ষুদে বিতার্কিকরা যাতে ভবিষ্যতে আরও ভাল করতে পারে সেজন্য প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর