ক্ষমা চাইলেন মেসি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপা বঞ্চিত হয় বার্সেলোনা। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে।

ম্যাচ তখন শেষের দিকে। হারের মুখে এসে মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়কে ঢুসা মেরে মাটিতে ফেলে দেন মেসি। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখান রেফারি।

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড দেখেন মেসি। এ ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

তারা বলছে, রোবিবার স্প্যানিশ সুপারকোপার ফাইনাল শেষে ড্রেসিংরুমে মেসি ছিলেন খুবই হতাশাগ্রস্ত। একে তো দলের ফাইনাল হার অন্যদিকে নিজের লাল কার্ড। দুইয়ে মিলিয়ে চরম হতাশ ছিলেন ফুটবল মঞ্চের সেরা তারকা। পরে মেসি মাঠের পারফরম্যান্স এবং নিজের লাল কার্ডের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর