কাল নয়, ভারতের উপহারের টিকা আসবে বৃহস্পতিবার

ভারত থেকে উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাসের ২০ লাখ ভ্যাকসিন বুধবার(২০ জানুয়ারি) আসছে না, বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।

মঙ্গলবার(১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, করোনার এসব টিকা স্বাস্থ্য অধিদফতরের সিএমএসডি, ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে।

বাংলাদেশ সরকারিভাবে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনছে। যার ১ম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।

আর এর বাইরে উপহার হিসেবে যে ২০ লাখ টিকা ভারত পাঠাচ্ছে, তাও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর