মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

মেহেরপুরে অনিয়ন্ত্রিত ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের উদ্যোগে অভিযান পরিচালিত করা হচ্ছে। যে সকল ইটভাটাগুলোর অনুমোদন নেই, পরিবেশ দূষণকারী কাঠ পোড়ানো হয় এবং বিভিন্ন সমস্যার কারণে ইটভাটা গুলোকে আর্থিক জরিমানাসহ ভাটা বন্ধের নির্দেশ দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১9 জানুয়ারি) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এ পর্যন্ত জোয়ার্দার ব্রিকস, সমতা ব্রিকস, থ্রি স্টার ব্রিকস, রূপসা ব্রিকস, ফাইভ স্টার ব্রিকসকে মোট ২৬ লক্ষ টাকা জরিমানা করেছে এবং ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে ভাটা বন্ধের নির্দেশও দেওয়া হয়।

অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান, এসআই সেলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা, গাংনী র‌্যাব-৬ এর বিএডি শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা, ও বামন্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইসাহাক আলীর নেতৃত্বে ফায়ার ফাইটাররা অভিযানে সহযোগীতা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর