শীতার্ত মানুষদের শীতবস্ত্রের অভাব, পাশে নেই কেউ

লালমনিরহাটে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় যেমন সূর্যের দেখা মিলছে না। তেমনি শীতবস্ত্র নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরও দেখা মিলছে না।

তবে জেলা প্রশাসক আবু জাফরকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও জেলার অধিকাংশ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানদের শীতবস্ত্র বিতরণে দেখা যাচ্ছে না।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, যে পরিমাণ শীতবস্ত্র বরাদ্দ এসেছে যা প্রয়োজনের তুলনায় সংখ্যা নগণ্য। ফলে শ্রমজীবী শীতার্ত মানুষজন শীতবস্ত্রের অভাবে কষ্টে জীবনযাপন করছেন। তাই পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানো দরকার।

জেলা প্রশাসক আবু জাফর বার্তা বাজারকে বলেন, আমাদের সাধ্যমত শীতবস্ত্র বিতরন করছি। এছারাও শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর