উত্তরায় ৩০ জুয়াড়ি আটক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩০ জুয়ারিকে জুয়ার আসর থেকে আটক করেছে।

সোমবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো চালানো হয়।

র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযানে জুয়ারিদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৬ লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকা, ৩৮টি মোবাইল এবং ১৫ সেট প্লেয়িং কার্ড জব্দ করে।

আটকৃতরা হলেন- আবুল হোসেন (৬৩), রেজাউর রহমান (৫৪), আজাহারুল ইসলাম (৫২), জাকারিয়া (৫২), জাহাঙ্গীর আলম (৪৬), মোরশেদ আলম (৪৫), মোয়াজ্জেম হোসেন (৪০), মেহেদী (৫০), সাদী (৫৮), মিজানুর রহমান (৪৩), ইসকান্দার আলী (৪৪), রুহুল আমীন (৪৪), মোজাম্মেল হক (৩৮), জারিব হোসেন খান (৪৪), আনোয়ারুজ্জামান (৩৭), ওমর শরীফ (৩৭), জাহাঙ্গীর আলম (৫১), ফাহিম হাওলাদার (৪২), লিয়াকত আলী (৫৩), শওকত-উল-ইসলাম (৬১), শহিদুল ইসলাম (৫১), , জাকির হোসেন (৫০), ইমতিয়াজ আহমেদ চৌধুরী (৪৬), হেলাল শেখ (৩৮), মকবুল হোসেন (৫৫), ওমর ফারুক (৫৩), রিপন (৪৮), জহির উদ্দিন বাবু (৪৬) ও আখতার হোসেন (৪০)।

বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে জানা যায় রাত ৮টার দিকে উত্তরার ৭নং সেক্টর এলাকায় কিছু লোক জুয়া খেলছে। তারপরই র‌্যাব-৪ এর অভিযান পরিচালিত হয়। অভিযানে আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা দায়ের হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর