স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার ব্যবসা সাম্রাজ্য স্যামসাংয়ের কার্যত প্রধান লি জে-ইয়ংকে ব্যাপক দুর্নীতির কারণে আড়াই বছরের জেল দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার(১৮ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং। লির কারাদণ্ডের খবরে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৪ শতাংশ পড়েছে।

গেল বছরের অক্টোবরে লির বাবা লি কুন হি মৃত্যু বরণ করেন। বাবার মৃত্যুর পর তাঁরই স্যামসাংয়ের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু এর মধ্যেই লির কারাদণ্ড হওয়ায় দেশটির বহুজাতিক প্রতিষ্ঠানটির মালিকানা পুনর্গঠন পিছিয়ে যেতে পারে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর