তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে হাড় কাঁপানো শীতে কাঁপছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মানুষ। তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশ কাহিল।

ঘন কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারছে না সূর্য। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরিব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সন্ধ্যা নামতে না নামতেই শহরে ভিড় কমতে থাকে। লোকজন খড়, শুকনো পাতা ও ডালপালা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

গত কয়েকদিন ধরেই বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। জেঁকে বসেছে শীত। একটু উষ্ণতা পেতে চায়ের দোকানে ভিড় শ্রমজীবীদের। হাড়কাঁপানো ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্টটাও একটু বেশিই। শীত নিবারণের জন্য শহরের পুরাতন গরম কাপড়ের দোকানে ভিড় করেছেন স্বল্প আয়ের মানুয়েরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর