দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অনেক কুয়াশার জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি।

রনি জানান, ইদানীং রাত হলেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকতে। এতে ফেরির মার্কিং বাতি স্পষ্ট দেখা যায় না। সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার সময় পদ্মা নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে নৌ চলাচল বন্ধ রাখা হয়। তবে বন্ধ রাখার সময় দূর্ঘটনা এড়াতে পদ্মার মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে কয়েকটি ফেরি।

এই কর্মকর্তা আরো জানান, ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় ঘাটে অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক গাড়ী। কুয়াশার তীব্রতা কমে গেলেই সিরিয়াল অনুযায়ী চলাচল স্বাভাবিক হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর