করোনাকালে ঘোষিত ক্ষতিপূরণের টাকা চেয়েছে ১০ হাজার পুলিশ সদস্য

করোনাকালে সরকার ঘোষিত ক্ষতিপূরণের টাকা চেয়ে আবেদন করেছেন ভাইরাসটিতে আক্রান্ত ১০ হাজার পুলিশ সদস্য। করোনাকালের শুরুতে সরকার ঘোষণা দিয়েছিল কোনো সরকারি চাকরিজীবী করোনায় আক্রান্ত হলে গ্রেড অনুযায়ী বিভিন্ন অংকের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

এসব পুলিশ সদস্যের আবেদনের বিষয়ে মতামতের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সরকারের অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

প্রেরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হন। পরিপত্রে শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে এই ভাইরাসে আক্রান্ত হলে এককালী ক্ষতিপূরনের সিদ্ধান্ত থাকায় প্রায় ১০ হাজার পুলিশ সদস্য ক্ষতিপূরনের দাবিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগের কাছে এ বিষয়ে মতামত চেয়েছে।

উল্লেখ্য দেশে করোনার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার এক পর্যায়ে ২৩ এপ্রিল সরকার ঘোষণা দেয়, বেতন স্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ করোনায় আক্রান্ত হলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে, আর মারা গেলে ২৫ লাখ টাকা দেওয়া হবে। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ৭ লাখ ৫০ হাজার টাকা, আর মারা গেলে ৩৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে তাকে দেওয়া হবে ১০ লাখ টাকা, আর মারা গেলে দেওয়া হবে ৫০ লাখ টাকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর