হেলিকপ্টারে চড়ে সংবর্ধনা নিতে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী ইকবাল খান

আরএফএল কোম্পানির সেফার গ্রুপে সেনিটারী মাল বিক্রি করে বাংলাদেশের ২য় স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স খান সেনিটারী মাটের পরিচালক মোঃ ইকবাল খান।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সিলেটের বাহুবলের প্যালেস হোটেলে আরএফএল কোম্পানির পক্ষ থেকে দক্ষ এই ব্যবসায়ীকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কোম্পানীর পক্ষ থেকে ব্যবস্থা করা হয় উষ্ণ অভ্যর্থনার। এর অংশ হিসেবে সোমবার বিকেলে ব্যবসায়ী মোঃ ইকবাল খানকে সিলেটের বাহুবলে নিয়ে যেতে কোম্পানীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়।

বিকেলে শেরপুর ঈদগাহ মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। এ সময় উৎসুক জনতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ
ইকবাল খানকে উৎসবমূখর পরিবেশে বিদায় জানান। পরে তিনি সকলের দোয়া চেয়ে হেলিকপ্টার যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল খান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শেরপুর এলাকার সাবেক মেম্বার মৃত মাতু খানের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ এই ব্যবসার জড়িত রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর