অধিনায়ক তামিমকে নিয়ে আশাবাদী ডমিঙ্গো

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়েন মাশরাফি বিন মর্তুজা। এরপর এই গুরু দায়িত্ব পড়ে ওপেনার তামিম ইকবালের কাঁধে।

প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বছরের শুরুতে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন তামিম। অধিনায়ক তামিম ভালো করবেন, এমনটাই আশা করছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আসার পর এই প্রথম তামিম দলকে নেতৃত্ব দিবে। সে অনেক যত্নশীল। এখন পর্যন্ত তার সঙ্গে কাজ করাটা বেশ উপভোগ করছি। দলের প্রত্যেক খেলোয়াড় যাতে আত্মবিশ্বাসী এবং নির্ভার অনুভব করে তামিম সেটা নিশ্চিত করে।

তিনি আরো বলেন, তাকে যথেষ্ট সমর্থন যোগানোর অপেক্ষায় আছি আমি। তামিম সবসময় ভালো করতে চায়। তামিমের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন উঠেছে, সে এসব ব্যাপারে অনেক সচেতন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর