নাফ নদীর তীরে ৮০ হাজার মালিকবিহীন ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার কালে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২ বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলার হ্নীলা অনোয়ারের চিংড়ি ঘের এলাকা হতে মালিকবিহীন এসব মাদক উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম ব্যবহার করে রবিবার রাতে হ্নীলা চৌধুরীপাড়া (খরেরদ্বীপ) এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি হস্ত চালিত নৌকা যোগে কয়েকজন ব্যক্তিকে সীমান্ত অভিমুখে আসতে দেখে জওয়ানরা অভিযান চালায়। এসময় দুই জন ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা মাথায় করে বেড়ীবাঁধ সংলগ্ন আনোয়ার প্রজেক্টের কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় জওয়ানরা ধাওয়া করে।

এসময় পাচারকারীরা লোকালয়ের অভ্যান্তরে লুকিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৮০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর