রঙিন ঘরে বাঁচার স্বপ্ন দেখছে ভালুকার ১৯৯ টি গৃহহীন পরিবার

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিব শত বর্ষে দেশের সকল আশ্রয়হীন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকার প্রদত্ত
গৃহনির্মাণ নীতিমালা অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নে
আশ্রয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে মল্লিকবাড়ী, কাচিনা, হবিরবাড়ী, রাজৈ সহ কয়েকটি ইউনিয়নের
কাজ শেষের দিকে। বাকী কাজগুলো অনেকটাই দৃশ্যমান।

রঙিন ঘরে নতুন করে যেন বাঁচার স্বপ্ন দেখছে আশ্রয়নহীন পরিবারগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রকল্প কমিটির সর্বাক্ষনিক তদারকিতে এগিয়ে চলছে কাজের অগ্রগতি। ২টি রুম, ১টি রান্নাঘর, বাথরুম ও টয়লেট সহ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা করে। নির্মাণ কাজ শেষ হলে এর সুফল পাবেন উপজেলার ১৯৯টি গৃহহীন পরিবার।

মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের শাহজাহান বলেন, মাথা গুজার ঠাই ছিলনা। পরিবার নিয়ে ভাসমান অবস্থায় দিন কাটাতে হয়েছে। পাকা ঘর পাব, কখনো ভাবিনি। একই কথা প্রকল্পে ঘর পাওয়া অন্ধ শাহনাজ বেগমের। স্বামী সন্তান হারিয়ে বর্তমানে সে নিঃস্ব। ঘর পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকল্প সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, ১৯৯টি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে সব
গৃহহীনকে পূন:বাসন করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর