ভ্যাকসিনে ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে

করোনাভাইরাসের ভ্যাকসিন চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ আসবে। প্রথম ধাপের এই ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকায় আছেন মুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ বিভাগসহ বেশ কয়েকটি ক্ষেত্র।

এ তালিকায় নেই ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের ভ্যাকসিনের আগ্রাধিকার তালিকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণার পর ক্রিকেটারদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকার প্রসঙ্গে কথা বলেন তিনি।

জালাল ইউনুস বলেন, অবশ্যই এটা আমাদের অগ্রাধিকার। আমাদের মাননীয় সভাপতি (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সরকারের সঙ্গে কথা বলে ভ্যাকসিন পাওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন। এছাড়াও ভ্যাকসিনের ব্যাপারে খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী (মোঃ জাহিদ আহসান রাসেল)।

ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে গড়ানোর কথা মাথায় রেখেই যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেটারদের ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে অন্তর্ভূক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর