ভারতে করোনা টিকা গ্রহণে হাসপাতালকর্মীর মৃত্যু

প্রাণঘাতি করোনা ভাইরাসের টিকা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছেন ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে সরকারি হাসপাতালের এক কর্মচারী ।

রোববার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার দিকে মারা যান মুরাদাবাদে সরকারি হাসপাতালের ওই কর্মচারী। জানা যায় ওই ব্যক্তির নাম মহিপাল সিং (৪৬)।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর সাথে টিকা গ্রহণের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা চিফ মেডিকেল অফিসার।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) ভারত দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের টিকা প্রদানের কাজ শুরু করে। টিকা প্রদানের প্রথম দিনে প্রায় ২ লাখ মানুষকে টিকা দেয়া হয়। ঠিক তার পরদিনেই টিকা গ্রহণকারীদের মধ্যে একজনের মৃত্যুর খবর এলো।

এর আগে ভারতে বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন নেওয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল) দশ দিনের মাথায় দীপক মরাবি নামে এক স্বেচ্ছাসেবকের অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর